➢ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর: ➢ ১. কতকগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে কী বলে? ➢ উ : মূল্যবোধ ➢ ২. সুনাগরিক হবার শিক্ষাদান করে জ্ঞানের কোন শাখা? ➢ উ : পৌরনীতি ও সুশাসন ➢ ৩. মূল্যবোধ শিক্ষার ধারণা মানব মনে কোন দিকটির উদ্ভব ঘটায়? ➢ উ : বিবেকবোধ ➢ ৪. “মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।” -উক্তিটি কার? ➢ উ : এম. ডব্লিউ. পামফ্রে ➢ ৫. চাপসৃষ্টিকারী গোষ্ঠী নিচের কোনটির কার্যক্রমকে গভীরভাবে পর্যবেক্ষণ করে? ➢ উ : শাসন বিভাগ ➢ ৬. প্রশাসনের ওপর পূর্ণ কর্তৃত্ব কার হতে ন্যস্ত থাকে? ➢ উ : জনগণের ➢ ৭. বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিিহ্নত করেছে? ➢ উ : ৬টি ➢ ৮. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কোনটিকে নিশ্চিত করা যায়? ➢ উ : জনগণের ক্ষমতায়ন ➢ ৯. সুশাসনের মূল চাবিকাঠি কোনটি? ➢ উ : জবাবদিহিতা ➢ ১০. আইনের শাসন না থাকলে থাকে না- ➢ উ : গণতন্ত্র ➢ ১১. মানবাত্মার অনুভূতিকে কী বলা হয়? ➢ উ : দেশাত্মবোধ ➢ ১২. কত সালে, কে সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যব...