Skip to main content

আদিবাসি ও উপজাতির মধ্যে পার্থক্য


উপজাতিঃ
এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।

আদিবাসী:
কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।

Comments

  1. হাঙ্গামা এবং দাঙ্গা এর মধ্যে পার্থক্য কি?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বাংলাদেশের মোট নিরক্ষর মুক্ত জেলা ৭(সাত)টি।

প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা। নিরক্ষর মুক্ত জেলা সমুহ মনে রাখার সহজ টেকনিকঃ- (সিরাজ_চুমা_লাগা) ১। সি – সিরাজগন্জ ২। রা -রাজশাহী ৩। জ – জয়পুরহাট ৪। চু – চুয়াডাঙ্গা ৫। মা- মাগুরা (১ম) ৬। লা – লালমনিরহাট। ৭। গা – গাইবান্ধা। -collected

থানা আর উপজেলার মধ্যে পার্থক্য কি ?

থানা পুলিশের আর উপজেলা প্রশাসনের পুলিশ স্টেশনকে থানা বলা হয়, উপজেলা জেলার অংশ থানা হচ্ছে পুলিশের একটি ইউনিট আর উপজেলা স্থানীয় সরকারের মাঠ প্রশাসনের সরবনিম্ন ইউনিট।  থানার কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা,, উপজেলা প্রশাসনের কাজ উপজেলার নির্বাহী কাজ করা,,  থানার প্রধান OC,, উপজেলা প্রশাসনের প্রধান UNO উপজেলায় একজন UNO থাকে,একজন মেজিস্ট্রেট থাকে এবং যা থাকা বাধ্যতামুলক,এবং একটা উপজেলায় কয়েকটা থানা থাকতে পারে, অন্যদিকে থানার প্রধান OC.জরুরী মুহুর্তে থানার OC অথবা অন্যকোন ইনস্পেকটর উপস্তিত না থাকলে থানায় উপস্তিত থাকা হাবিলদারই OC.