Skip to main content

বাংলাদেশ বিষয়াবলী

১।পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি নামক স্থানে স্থাপিত ১৮ ফুট উঁচু 'শেকড় থেকে শিখরে " নামে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্যটির ভাস্কর কে ? 
= বিপ্লব দত্ত
২।বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডকে কী নামে ডাকা হয় ?
=কে নাইন
৩।সম্প্রতি বাংলাদেশে কাকে সব্যসাচী শিল্পী খেতাব দেয়া হয় ?
= শিল্পী মুস্তফা মনোয়ারকে
৪।বাংলাদেশে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় কবে ?
= ২ অক্টোবর ২০১৬
৫।বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তিততে স্বাক্ষর করে কবে ?
=২২ এপ্রিল, ২০১৬ সালে
৬।পিএসসির চেয়ারম্যান ও সদস্য , প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান কে ?
= প্রধান বিচারপতি
৭।বাংলাদেশে PayPal পেমেন্ট সার্ভিস 'XOOM' আনুষ্ঠানিকভাবে চালু হয় কবে ?
= ১৯ অক্টোবর ২০১৭
৮।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো আন্তর্জাতিক দলিল হিসাবে স্বীকৃতি প্রদান করে কবে ?
=৩০ অক্টোবর ২০১৭
৯।৭ মার্চের ভাষণ কতটি ভাষায় অনূদিত হয় ?
= ১২ টি
১০।বর্তমানে বাংলাদেশ সরকারের ফার্স্ট ট্র্যাক প্রকল্প কয়টি ?
= ৮টি
১১।বাংলাদেশে স্পিকার হবার ন্যূনতম বয়স কত ?
=২৫ বছর।
১২।'এনজিও বিষয়ক ব্যুরো' কিসের অধীনে ?
=প্রধানমন্ত্রীর কার্যালয়ের
১৩।বাংলাদেশের কোথায় ১ম গভীর সমুদবন্দর নির্মিত হবে ?
=মাতারবাড়িতে।
১৪।বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় কবে ?
=২০০১ সালে।
১৫।কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে?
= আত্রাই । নোট: কুলিখ আর ফিরে আসেনি )
১৬।২ ডিসেম্বর, ১৯৯৭ বাংলাদেশ সরকারের চিপ হুইপ আবুল হাসানাত ও জনসংহতি নেতা জ্যোতিরিন্দ্র ব্যোধিপ্রিয় সন্তু লারমার মধ্যে স্বাক্ষরিত "পার্বত্য শান্তি চুক্তি " শর্ত ছিল কতটি?
= ৭২ । বাস্তবায়িত হয়েছে ৪৮টি ।
১৭।বাংলাদেশের কোথায় এশিয়ার সর্ববৃহৎ Economic Zone স্থাপিত হচ্ছে ?
=মীরসরাইয়ে।
১৮।রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত ?
=১২০০ মেগাওয়াট X ২ ( মোট উৎপাদিত হবে ৩৯২ গিগাওয়াট)।প্রকল্পটির কাজ শেষ হবে-২০২৩ সালে।পাবনার ঈশ্বরদীর রূপপুরে।
১৯।বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত?
= কুমিল্লা
২০।বাংলাদেশে প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় কবে ?
=১৯৮৯ সালে
২১।বাংলাদেশের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের নাম কী ?
=সমুদ্র অভিযান"(যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া)।
২২।১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান সর্বপ্রথম কোন যুদ্ধ জাহাজ দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে?
= এমভি সোয়াত
২৩।মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বেতার কেন্দ্রের পরিচালক কে ছিলেন?
=শামসুল হুদা চৌধুরী।
২৪।বঙ্গবন্ধু -১ স্যাটেলাইটটি কোন রকেটে করে মহাকাশে পাঠানো হবে ?
= ফ্যালকন
২৫।ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৬" কবে পাশ হয় ?
= ২০১৫ । সাইবার নিরাপত্তা আইন,২০১৫" এর পরিবর্তিত নাম এটি ।

Comments

Popular posts from this blog

বাংলাদেশের মোট নিরক্ষর মুক্ত জেলা ৭(সাত)টি।

প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা। নিরক্ষর মুক্ত জেলা সমুহ মনে রাখার সহজ টেকনিকঃ- (সিরাজ_চুমা_লাগা) ১। সি – সিরাজগন্জ ২। রা -রাজশাহী ৩। জ – জয়পুরহাট ৪। চু – চুয়াডাঙ্গা ৫। মা- মাগুরা (১ম) ৬। লা – লালমনিরহাট। ৭। গা – গাইবান্ধা। -collected

আদিবাসি ও উপজাতির মধ্যে পার্থক্য

উপজাতিঃ এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলতঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। আদিবাসী: কোন এলাকার সবচেয়ে প্রাচীন জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী পদটি ব্যবহৃত হয়। আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয় এমন জনগোষ্ঠীকে আদিবাসী বলা হয়।

থানা আর উপজেলার মধ্যে পার্থক্য কি ?

থানা পুলিশের আর উপজেলা প্রশাসনের পুলিশ স্টেশনকে থানা বলা হয়, উপজেলা জেলার অংশ থানা হচ্ছে পুলিশের একটি ইউনিট আর উপজেলা স্থানীয় সরকারের মাঠ প্রশাসনের সরবনিম্ন ইউনিট।  থানার কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা,, উপজেলা প্রশাসনের কাজ উপজেলার নির্বাহী কাজ করা,,  থানার প্রধান OC,, উপজেলা প্রশাসনের প্রধান UNO উপজেলায় একজন UNO থাকে,একজন মেজিস্ট্রেট থাকে এবং যা থাকা বাধ্যতামুলক,এবং একটা উপজেলায় কয়েকটা থানা থাকতে পারে, অন্যদিকে থানার প্রধান OC.জরুরী মুহুর্তে থানার OC অথবা অন্যকোন ইনস্পেকটর উপস্তিত না থাকলে থানায় উপস্তিত থাকা হাবিলদারই OC.